সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জেলা ছাত্রলীগ বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর ১২টায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে বর্ণাঢ্য মিছিল বের করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা কমিটির সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন প্রমুখ।
সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে শক্তিশালী করতে হবে। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে জামাত বিএনপি চক্রান্ত নস্যাত করতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে।