রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলায় নিখোঁজের দশ দিন পর রাজু হাওলাদার (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি রাজু মানসিক প্রতিবন্দ্বী ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের একটি খালের চালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার হোগলা গ্রামের ভিক্ষুক আজিজুল হকের ছেলে।
গ্রামবাসীরা জানান, মানসিক ভারসম্যহীন রাজু হাওলাদার প্রায় ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে বুধবার বিকেলে হোগলা গ্রামের বেলা খালের একটি চালা থেকে দুর্গন্ধ আসলে স্থানীয়রা থানায় খবর দেন।
বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।