আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: ৫ জানুয়ারি সরকারের তিন বছর পূর্তিকে দেশের গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে উদযাপন করেছে আওয়ামী লীগ। দিবসটি উদযাপনের জন্য বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় সাতক্ষীরা শহরে আওয়ামী লীগ র্যালি বের করে।
র্যালিতে নেতৃত্ব দেন সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, মহিতুল আলম, ফিরোজ কামাল শুভ্র, অ্যাডভোকেট আজহার হোসেন, শেখ হারুন উর রশিদ, নূরুল হক, মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
র্যালি শেষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহবান জানান।