আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ী পৌরসভার কাউন্সিলর কাজী আল-আমিন এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন (মামলা নং- ১ তারিখ ০৩-১-১৭)।
ওই নারী জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী বিদেশে আছেন। ধনবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আল-আমিন তাকে মাঝে মধ্যেই অশ্লীল প্রস্তাব দিতেন। তার প্রস্তাবেকখনো সাড়া দেননি তিনি। ৩ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে বসতঘরের ডুয়া (পিড়া) কেটে ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় আল-আমিন। তার ঘুম ভেঙে গেলে ধস্তাধস্তি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। কাউন্সিলর অস্ত্রের ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যান। কাউন্সিলরের মোবাইল ফোনটি ওই নারীর ঘরে থেকে যায়।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি এসআই মো. আ. জব্বারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, এ ঘটনায় কাউন্সিল আল-আমিনকে শোকজ করা হয়েছে। এ দিকে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।