মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত র্যাব-৮ এর সদস্যরা হলেন আখতার, দেলোয়ার, নজরুল, শাজাহান ও হুমায়ুন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যায়, কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ছাত্রদের বহন করা মাইক্রোবাসের সাথে পটুয়াখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা র্যাবের পিকআপ ভ্যান মুখোমুখি হলে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাব সদস্যদের বহনকরা পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে তারা আহত হন।