দিনাজপুরে ৩০৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

রতন সিং, দিনাজপুর: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, সরকার আগামী দুই বছরের মধ্যে দেশের তৃণমূল পর্যায়ে প্রত্যেকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সে লক্ষ্য বাস্তবায়নেই তৃণমূল পর্যায়ে বিদ্যুৎ সংযোগের কাজ চলমান রয়েছে।

শনিবার বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চকশাহবাজ ও চৌহাটি  গ্রামের ১৩৩টিসহ মোট ৩০৩টি বাড়িতে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন দ্বিতীয়বার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন দেশে বিদ্যুতের কী ভয়াবহ ও লোডশেডিংয়ের অবস্থা ছিল তা দেশের মানুষ অবগত রয়েছেন। দেশে এখন বিদ্যুতের কোন লোডশেডিং নেই এবং ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহ থাকে। শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা থেকে শুরু করে মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুতের চাহিদা বিগত সময়ের তুলনায় তিনগুন বেড়ে গেছে। সে চাহিদা পূরণের লক্ষ্যেই বিদ্যুৎ উৎপাদনের নতুন নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করতে পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা ব্যাঘাত ঘটাতে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার দোসর রাজাকার আলবদর ও জামায়াত-শিবিরদের নিয়ে দেশবিরোধী চক্রান্ত করছে। তাদের ওই চক্রান্ত নস্যাৎ করতে সকলকেই সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানান।

ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তোষ কুমার সাহা, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবুল, মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ প্রমুখ নেতৃবৃন্দ।

দিনাজপুর (ফুলবাড়ী) পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম সন্তোষ কুমার সাহা জানান, শনিবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলার উষাহার গ্রামে ১০৫টি ও পারুলপুর গ্রামে ৬৫টি বাড়িসহ ১৭০টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে ২টি উপজেলায় ২০৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন হলো। পল্লী বিদ্যুতের সুত্রটি জানায়, ২০৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানে প্রায় ৬৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এ দুটি উপজেলায় চলতি মাসে কোটি টাকা ব্যয়ে আরও ৩০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.