আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ঠান্ডা বাতাস, কনকনে শীত উপেক্ষা করে শ্রেণি কক্ষের ফ্লোরে বসে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের পাঠদান চলছে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এতে পাঠদান ব্যহত হচ্ছে, শিশু-শিক্ষার্থীরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে।
ধনবাড়ী উপজেলার নওয়াব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাক-প্রাথমিক শ্রেণির অর্ধশত শিশু-শিক্ষার্থী শ্রেণি কক্ষের ফ্লোরে বসে ক্লাশ করছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম। পাঠদানরত শিক্ষক জয়া তালুকদার জানান, প্রাক-প্রাথমিক পাঠদান ফ্লোরে বসেই দেওয়ার নিয়ম। শিক্ষার্থীদের উন্নতমানের ম্যাটের প্রস্তাব করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান বলেন, বিদ্যালয় থেকে ম্যাট চুরি হওয়ায় শিশু-শিক্ষার্থীদের প্রচন্ড শীতে পাঠদানে অসুবিধা হচ্ছে। সরকারি বরাদ্দ পেলে যথাযথ ব্যবস্থা নিব।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম জানান, সরকারি নীতিমালা অনুযায়ী শিশুদের প্রাক-প্রাথমিক পাঠদান ফ্লোরে বসেই দেওয়ার নিয়ম। বেশি শীতে শিশুদের এ ক্লাশ এভোয়েট করাটাই ভালো। এ ব্যাপারে ব্যবস্থা নেব।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, এ সময় এমনিতেই শিশুদের ঠান্ডা-সর্দি বেশি। এভাবে ফ্লোরে বসে শিশুরা ক্লাশ করতে থাকলে ঠান্ডার সংক্রামণ আরো বাড়তে পারে।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি বলেন, শিশুদের ক্লাশের সময়টা একটু পিছিয়ে দিতে হবে। ফ্লোরে বসে ক্লাশ করার ভালো ব্যবস্থা করতে হবে।