রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতি (জেপি) সাধারণ সম্পাদক প্রাক্তন ফুটবল খেলোয়াড় আসাদুজ্জামান মিলটন (৪৯) আজ সোমবার হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে ………….. রাজিউন)।
তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
সোমবার বিকেল সাড়ে ৪টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাযার পর কাউখালী কেন্দ্রীয় কবরস্তানে আসাদুজ্জামান মিলটনকে সমাহিত করা হয়।
জানাযায় উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টনসহ বহু মানুষ উপস্থিত ছিলেন।