রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে দেড়শ গবাদিপশুর জন্য শীতবস্ত্র দিয়েছে বাংলাদেশ সোসাইটি ফর লাইভস্টক ওয়েলফেয়ার এ্যান্ড রিসার্চ এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদ।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ কলেজ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি প্রফেসর ডা. এস এম হারুন-উর রশীদ ও সাধারণ সম্পাদক ড. খালেদ হোসেন, প্রফেসর ড. মো. ফারুক ইসলাম, ডা. মো. আজিজুল হক, ডা. মিসরাত মাসুমা পারভেজ, ডা. মো. হোসনে মোবারক মিঠু. ডা. মো. আসুদুজ্জামান জেমিসহ হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।