প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার ১১টার দিকে ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
চান্দুড়িয়া বিজিবির কোম্পানি কমান্ডার আবুল কালাম জানান, সকালে ইছামতি নদীতে লাশ ভাসতে দেখে গ্রামবাসী বিজিবিকে সংবাদ দেয়। বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে দেখতে পায় তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো। তাদের ধারণা, কেউ মেরে তার লাশ নদীতে ফেলে দিয়েছে। অথবা ভারত থেকেও লাশটি ভেসে আসতে পারে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।