রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে সফিকুল ইসলামের লাঠির আঘাতে তার ভগ্নিপতি মনোয়ার হোসেন মনা নিহত হয়েছেন। পুলিশ সফিকুল ইসলামকে আটক করেছে।
বুধবার ভোরে দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের চৌধুরীপাড়ায় ভগ্নিপতি মনোয়ার হোসেন মনাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন সফিকুল ইসলাম। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে সফিকুল ইসলামের সাথে তার ভগ্নিপতি মনোয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিকুল লাঠি দিয়ে মনোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এলাকাবাসী শফিকুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম শফিকুল ইসলামকে আসামি করে বিরল থানায় মামলা দায়ের করেছেন।
বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, লাশের মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী সফিকুলকে হাতেনাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে বলে তিনি জানান।