জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ফুরফুরা শরিফের পির মাওলানা মো. জবিহহুল্লাহ সিদ্দিকী বলেছেন, পিরের হাতে টাকা দিয়ে জান্নাত লাভ সম্ভব নয়। আল্লাহ ও রাসুলকে (সা.) পেতে হলে সহি আকিদা (বিশ্বাস) তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, টাকা দিয়ে দুনিয়াবি (পার্থিব) অনেক কিছুই কেনা যাবে। কিন্তু আল্লাহ পাককে কেনা যাবে না।
জমিয়তে জাকেরিনের মুখ্য নির্দেশক জবিহহুল্লাহ সিদ্দিকী মঙ্গলবার ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরিফে এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন।
মাওলানা হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দ শাফাকাত হুসেন, সৈয়দ হাম্মাদ হুসেন, মাওলানা আব্দুল ওহাব, হাফেজ আল মাহদী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরিফের ভক্ত-অনুরাগীসহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
জবিহহুল্লাহ সিদ্দিকী লোক দেখানোর জন্য ইসলামি বেশ ধারণ না করে আল্লাহ ও রাসুলকে ভালোবেসে ইসলামের বাহ্যিক বিষয়গুলো পালন করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সমবেত ভক্তদের আত্মিক শুদ্ধতা অর্জন, নিয়মিত নামাজ পড়া, বাবা-মায়ের সেবাসহ ইসলামের ব্যক্তিক চর্চাগুলো জোরালো করার তাগিদ দেন। এসবের মাধ্যমেই পারলৌকিক মুক্তি অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সকালে বেনাপোল সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের এই পিরকে স্বাগত জানান বহুসংখ্যক মানুষ। পরে মোটর শোভা যাত্রাসহ তিনি ঝিনাইদহে পৌঁছেন।
বাংলাদেশ সফরকালে মাওলানা জবিহহুল্লাহ সিদ্দিকী ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুরে অবস্থান করবেন। এ সময় তিনি বিভিন্ন দোয়া অনুষ্ঠানে অংশ নিবেন। বাংলাদেশে অবস্থানকালে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে। আগ্রহীদের ০১৭১৫-০৫২৭৯৯ অথবা ০১৭১১-১৭০৮০৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।