রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে তাবলিগ জামাতে এসে শুক্রবার দুপুরে মোঃ রফিকুল আলম তালুকদার (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বগুড়া উপ-শহরের মৃত আব্দুল লতিফ হাওলাদের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, তাবলিগ জামাতের একটি দল দ্বীনি দাওয়াতের কাজে গত ৭ জানুয়ারি কাউখালীতে আসে। পরে তারা উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর জামে মসজিদে অবস্থান করেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে তাবলিগ জামাতের মুসল্লী রফিকুল আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাবলিগের সাথীরা তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তাবলিগ জামাতের সাথীর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় জমান।
খবর পেয়ে হাসপাতালে আসেন থানার ওসি মোঃ মনিরুজ্জামান।
তাবলিগের অন্য সাথী ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রফিকুল আলমের মরদেহ বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।