স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার ঈশ্বরদীতে খেলাঘর ঈশ্বরদী উপজেলা শাখার দুই দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলান শুরু হয়েছে। সকালে শহরের বাস টার্মিনাল হতে সহস্রাধিক শিশু-কিশোরের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে ইক্কু গবেষণা উচ্চ বিদ্যালয়ের সম্মেলনস্থলে এসে শেষ হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান। সংগঠনের ঈশ্বরদী শাখার সভাপতি এনামূল হক জিন্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ডা: আবু সাইয়িদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান সাগর, সম্পাদক মন্ডলীর সদস্য জহির হোসেন, রুনু আলী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক তানভীর হালিম।
মাইমুনা ইসলাম মৌ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক জাকিরুল মাওলা সুমন। আলোচনা পর্ব শেষে বিকেল তিনটা পর্যন্ত খেলাঘরের ৩২ টি আসরের সদস্যরা নাচ-গান-কবিতা ও কৌতুক পরিবেশন করে। পরে খেলাঘরের মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হবে।