মোংলায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি, ১২ ষ্টাফ ও ৪ নিরাপত্তাকর্মীকে উদ্ধার

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ষ্টাফ ও নিরাপত্তাকর্মীদের উদ্ধার করেছে সেখানে থাকা অপর কোস্টার জাহাজ বসুন্ধরা-৩৭ এর সদস্যরা।

মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার গভীর বঙ্গোপসাগরে অবস্থান নেয়া বিদেশী জাহাজ এম.ভি লেডিমেরি থেকে প্রায় ১ হাজার মেট্টিক টন কয়লা বোঝাই করে এম.ভি আইজগাতি নামক কার্গো জাহাজটি শুক্রবার সকালে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। আসারপথে ফেয়ারওয়ের ১২ নম্বর বয়া এলাকায় প্রচণ্ড ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তলা ফেটে জাহাজটি ডুবে যায়।

এ সময় জাহাজে থাকা ১২ জন ষ্টাফ ও ৪ জন নিরাপত্তাকর্মীকে সাগর হতে বসুন্ধরা-৩৭ নামের কোস্টার জাহাজের সদস্যরা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউই নিখোঁজ হয়নি। এম.ভি লেডিমেরি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচ.টি বদিউল আলম জানান, ডুবে যাওয়া কয়লার মালিক ও  আমদানীকারক যশোরের নওয়াপাড় ট্রের্ডাস। আর ডুবে যাওয়া কার্গো জাহাজটির মালিক খুলনা নৌ পরিবহন মালিক সমিতির মেম্বর ফারুক কাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.