স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার উদ্যোগে গরিব ও দুঃস্থ নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে গ্রীণ জুয়েলস কিন্ডার গার্টেন স্কুল চত্বরে সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফুল হুদা এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাধারণ স¤পাদক শেখ মহসীন, সময়ের ইতিহাসের নির্বাহী স¤পাদক মাহফুজুর রহমান শিপন, যুগ্ম স¤পাদক সাহাদুজ্জামান শাহীন ও ব্যবসায়ী নয়ন ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের জুনিয়ার অফিসার জি.এম শাহারিয়ার তানভীর।