রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টনের মৃত্যুতে কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে রবিবার বিকেলে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জেপির কার্যালয়ে সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নজরুল ইসলাম, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইয়িদ মিঞা মনু, জাতীয় পাটির (জেপি) নেতা আব্দুল কুদ্দুস খান, রেজা তালুকদার, হেমায়েত উদ্দিন তালুকদার, যুব সংহতির মনজুরুল মাহফুজ (পায়েল), শেখ লিটন, জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।