আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের অসহায় ১ হাজার ৮ শত শীতার্ত মানুষের মাঝে রবিবার বিকেলে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হারুনার রশিদ হীরা, ওয়াজেদ আলী খান, জেলা আ’লীগ সদস্য ও পৌর আ’লীগ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল রহমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহমুদা খাতুন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মানবাধিকার সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান প্রমুখ।