মোংলায় সেনা এলপিজি প্ল্যান্ট ও সেনা সিমেন্ট ফাক্টরির উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট): সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রবিবার দুপুরে মোংলায় ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে সেনা কল্যাণ সংস্থার সেনা এলপিজি প্ল্যান্ট ও সেনা সিমেন্ট ফ্যাক্টরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও সেনা এলপিজি এবং সেনা সিমেন্ট’র প্রকল্প পরিচালক কর্ণেল মোহাম্মদ নরুল ইসলাম।

Inaguration of sement factory Mongla
মোংলায় সেনা এলপিজি প্ল্যান্ট ও সেনা সিমেন্ট ফাক্টরির উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ এলিফ্যান্ট ব্র্যান্ড, সেনা সিমেন্ট ও সেনা এলপিজির ডিলার, ঠিকাদার এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তিতে ২০১৪ সালে এ প্ল্যান্ট দু’টির নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের নভেম্বরে উৎপাদনে যায় প্রতিষ্ঠান দু’টি। এলপিজি প্ল্যান্ট হতে প্রতি ঘন্টায় ১২শ সিলিন্ডার এবং সেনা সিমেন্ট ফ্যাক্টরি হতে ঘন্টায় প্রায় ৫০ মেট্টিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.