প্রতিনিধি, সাতক্ষীরা: সালাহউদ্দিন (১৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের জহুরুল হকের ছেলে। গত ১৩ জানুয়ারি সকাল ৯টার সময় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার পরনে ছিল সাদা হাফ প্যান্ট, গায়ের রং কালো। সে কোন কথা বলতে পারেনা। তার হাতে আগুনে পোড়া দাগ আছে। সে সাতক্ষীরা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ভোকেশনাল শ্রেণির ছাত্র। যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে এই মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নং -০১৭৪০-৮৫৮০৪৬, ০১৯৮০-৫৩৪৩২৪। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৬৮৩, তরিখে ১৫.১.১৭ ইং।