পঁয়ত্রিশেই চলে গেলেন রামপালের ইউএনও রাজিব রায়

প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায় মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র পঁয়ত্রিশ বছর।

মঙ্গলবার ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এক মাস ধরে তিনি কিডনির রোগে ভুগছিলেন।

সদালাপী, দক্ষ ও সৎ অফিসার তিনি জনপ্রিয় ছিলেন। রাজিব কুমার রায়ের অকালমৃত্যুতে সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা গভীর শোক জানিয়েছেন।

রাজিব কুমার রায়।

১৯৮১ সালের ১৬ সেপ্টেম্বর লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় তার জন্ম হয়। রাজিব কুমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক পলিসি ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১৫ সালের ২৩ জুলাই তিনি রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

রাজিব কুমারের স্ত্রী অনিন্দিতা রায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ইউএনও। এ দম্পতির চার বছর বয়সী একটি ছেলে ও ছয় মাস বয়সী একটি মেয়ে আছে।

হেলিকপ্টারে করে রাজিব কুমারের মরদেহ বাগেরহাট আনা হলে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়।

সন্ধ্যায় লালমনিরহাটে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.