এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ কমফোর্ট পরিবহনের বাসটির চালক আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা মো. জামাল উদ্দিন শেখ জানান, সোমবার রাতে হাইওয়ে থানা পুলিশের এএসআই মো. ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে বাসটির চালক জহুরুল হককে গোপালগঞ্জের কাশিয়ানী হতে আটক করা হয়। পুলিশ বাসটি জব্দ করেছে।
সোমবার সকালে কাকডাঙ্গা মোড়ে চট্টগ্রামগামী কমফোর্ট পরিবহনের একটি বাসের চাপায় একই পরিবারের দুই শিশুসহ চারজন মারা যায়। এ দুর্ঘটনায় ওই পরিবারের আরেক শিশুসহ দুজন আহত হয়।