হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে বাংলাদেশ মহিলা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাকাকুড়া এলাকার গারোপল্লীতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার বেগম, জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদিকা নাসরিন রহমান, সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, লক্ষ্মী রাণী বিশ্বাস, ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী, কারিতাস কর্মকর্তা সুখরঞ্জন সরকার, ইতিকনা স্নাল, পূর্ণিমা চিসাম প্রমুখ।
পরে ইতিকনা স্নালকে সভানেত্রী ও পূর্ণিমা চিসামকে সাধারণ সম্পাদিকা করে ৩২সদস্য বিশিষ্ট কাংশা ইউনিয়ন মহিলা পরিষদ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সকলকে শপথ বাক্য পাঠ করান জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী। পরে গারো শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।