রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ১৭ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৫০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার পলাতক ৩৩ জন আসামিকে গ্রেফতার করে। অভিযানে মাদকসহ ১৭ জন ও অন্যান্য অপরাধে ৩৩ জনসহ মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কোতয়ালীতে ১০ জন, বীরগঞ্জে ৫ জন, কাহারোলে ৩ জন, খানসামায় ২ জন, বোচাগঞ্জ ও বিরলে ৪ জন করে ৮ জন, চিরিরবন্দরে ৫ জন, ফুলবাড়ীতে ৪ জন, বিরামপুরে ৫ জন, হাকিমপুরে ৩ জন, ঘোড়াঘাটে ও নবাবগঞ্জে ৩ জন করে ৬ জন।
অভিযানে ৪৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ, ২২ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।