বাগেরহাট পরিবার পরিকল্পনার ডিডির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে খোলামেলা ঘুষ আদায়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই অফিসের মাঠকর্মীরা।

এ নিয়ে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে  লিখিত অভিযোগ করেছেন তারা।

অভিযোগে তারা উল্লেখ করেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ডিডি) গত দুই বছর ধরে নানা অজুহাতে তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। ঘুষ আদায় প্রক্রিয়ার সঙ্গে ওই অফিসের এপিএসসহ আরো কয়েকজন যুক্ত আছেন বলে দাবি করেন তারা।

উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাজ ফাঁকি দিয়ে বিশেষ সুবিধা নিতে না পারায় একটি চক্র আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তুলছে।

উপ-পরিচালকের অনিয়ম, অধীনস্থ কর্মীদের নানাভাবে নিপীড়ন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বাগেরহাট ও কচুয়া উপজেলার মাঠকর্মী সমিতি প্রতিবাদ করেছে।

বাগেরহাট সমিতির জেলা কমিটির সহ-সভাপতি জাকিরুন্নেছা সুমি ও মহিলা বিষয়ক সম্পাদক নাজমা খানম বলেন, বদলিজনিত কারণে আমাদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে ঘুষ নেন উপ-পরিচালক। কেউ  পেনশনে গেলেও তার কাছ থেকে ২৫ হাজার টাকা করে ঘুষ নেন ডিডি। এছাড়া ফাইল আটকে রেখেও ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন তিনি।

মাঠ পরির্দশনে গেলেও নানা অজুহাতে উপ-পরিচালক ঘুষ আদায় করেন বলে অভিযোগ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.