হাকিম বাবুল, শেরপুর: শেরপুর সদরের তিরছা গ্রামে মনোসেক্স তেলাপিয়া চাষ প্রযুক্তির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলা মৎস্য অফিস আজ বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাছ চাষি আব্দুর রউফ চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কৃষিবিদ আমিনুল ইসলাম, মাছ চাষি মহসীন কবীর রুবেল, আলমগীর কবীরসহ অন্যরা।
পাকুড়িয়া ইউনিয়নের তিরছা ও আশপাশের গ্রামের শতাধিক মাছ চাষি ও আগ্রহী মানুষ মাঠ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে মাছ চাষের নানা দিক এবং মনোসেক্স তেলাপিয়া মাছের চাষপদ্ধতি, খাবার ও পানিব্যবস্থাপনা, পরিচর্যা, রোগবালাই ও প্রতিকার সম্পর্কে ধারণা বিনিময় করা হয়।
মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে চাষি মহসীন কবীর রুবেল জানান, এক বছরে একটি পুকুরে গড়ে আড়াই থেকে তিনবার তেলাপিয়া মাছ চাষ করা যায়। তেলাপিয়া মাছের সাথে অন্য মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায়। তিনি জানান, ৫০ শতকের পুকুরে তেলাপিয়ার সাথে অন্যান্য মাছ চাষ করে প্রথম আবর্তনে (১২০ দিন) মাছ বিক্রি করে তিনি খরচ বাদ দিয়ে এক লাখ টাকার ওপর লাভ করেছেন। ওই পুকুরেই দ্বিতীয় আবর্তনে ফের তেলাপিয়ার সাথে অন্যান্য মাছের চাষ করছেন।
বুধবার পুকুরের মাছ টেনে দেখা যায়, এরই মধ্যে প্রতিটি তেলাপিয়ার ওজন ২৫০ গ্রাম ছাড়িয়েছে। এবারও ভালো লাভের আশা করছেন রুবেল। তার দেখাদেখি এলাকার অনেকইে মনোসেক্স তেলাপিয়া চাষে আগ্রহী হয়ে ওঠেছেন বলে জানান তিনি।