প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি ক্লিনিক ও একটি বেকারিকে ১ লাখ ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মেমোরিয়াল হাসপাতালকে ৪০ হাজার টাকা ও রাইসা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্বাস্থ্যসেবার নামে প্রতারণা, ডাক্তারসহ দক্ষ নার্স ও প্যাথলজিস্ট না থাকায় ক্লিনিক দুটির জরিমানা করা হয়।
আদালত রহিমা মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত কথিত ডাক্তার মো. আবুল কালামকে ছয় মাসের কারাদণ্ড দেন। কালিকাবাড়ি গ্রামের মানিক গাজীর ছেলে আবুল কালামের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মোরেলগঞ্জ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
অভিযানের খবর পেয়ে শহরের সব ওষুধের দোকান, বেকারি ও হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়।