রতন সিং, দিনাজপুর: দিনাজপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে সদর উপজেলার ভূমি কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি দিয়েছেন শ্রমিক নেতারা।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামকে বুধবার দুপুরে শহরের ঈদগাহ বস্তি মহল্লার একটি বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। শ্রমিক নেতারা অভিযোগ করেন যে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ওই শ্রমিককে গালাগাল করেন। এর পর ওই শ্রমিকের শার্টের কলার ধরে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মারেন কমিশনার। কমিশনার এক পর্যায়ে অন্য শ্রমিকদেরও লাথি মারেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতারা আব্দুল্লাহ আল মামুনের বিচার চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বীর কাছে স্মারকলিপি দিয়েছেন। ২৩ জানুয়ারির মধ্যে বিচার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান শ্রমিক নেতারা।
শ্রমিক নেতারা পুলিশ সুপার মো. হামিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমামের কাছেও এ ঘটনার বিচার চেয়ে স্মারকলিপি দেন।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দিন খোকন, উপদেষ্টা মো. হবিবুর রহমান, রবিউল আউয়াল খোকা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, মোজাহার হোসেন, জাহাঙ্গীর আলম, মাসুদ রানাসহ শতাধিক শ্রমিক স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন।
চেষ্টা করেও এ নিয়ে সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি।