স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী শহরের শৈলপাড়া এলাকা হতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান ফাঁড়ির পুলিশ সদস্যরা সোমবার দুপুরে শৈলপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীর নাম রূপচাঁদ (৩২)। তিনি ঈশ্বরদী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার থানায় মামলা দায়ের হয়েছে।