একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে ওই বাড়ি থেকে ডাকাতরা ১২ ভরি সোনার গয়না, নগদ ১০ হাজার টাকা, তিনটি মোবাইল সেটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
গভীর রাতে গ্রিল কেটে ১০/১২ জন ডাকাত সৌদি প্রবাসী আব্দুর রশিদের ঘরে ঢোকে। ডাকাতদের ২/৩ জন মুখোশ পরা ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে একটি কক্ষে বন্দি করে। তারা আব্দুর রশিদের বাবা আবুল কাশেমসহ অন্যদের মারধর করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু জানান, ডাকাতির সংবাদ আত্রাই থানায় জানানো হয়েছে। প্রবাসীর বাবা আবুল কাশেমকে থানায় গিয়ে লিখিত অভিযোগ করে আইনের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শও দিয়েছেন চেয়ারম্যান।
আত্রাই থানার ওসি বদরুদোজা সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।