নোয়াখালী প্রেসক্লাবের সংকট সমাধানে জেলা ম্যাজিষ্ট্রেটের উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী প্রেসক্লাবের বিরাজমান সংকট নিরসনকল্পে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ মাহে আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের অফিস সহকারী আবদুর রাজ্জাক জানান, সোমবার সকালে জেলা ম্যাজিষ্ট্রেট বদরে মুনির ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশের কপি হাতে পাওয়ার পর তা প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো ওই আদেশে উল্লেখ করা হয়, প্রেসক্লাবের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আহবায়ক কমিটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অন্তবর্তী সময়ের জন্যে প্রেসক্লাবের রুটিন দায়িত্ব পালন করবেন। আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন-বিটিভির জেলা প্রতিনিধি একেএম যোবায়ের, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরণ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি মেসবাহ্ উল হক মিঠু ও এটিএন বাংলার প্রতিনিধি ফুয়াদ হোসেন।

প্রেসক্লাবের আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ মাহে আলম জানান, আহবায়ক কমিটির প্রথম কাজ হবে প্রেসক্লাবের জন্য সাংবাদিকদের সকলের কাছে গ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র প্রণয়ন করা। এরপর ক্লাবের সদস্য হতে আগ্রহী সাংবাদিকদের কাগজপত্র যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ন ও সব নিয়ম অনুসরণ করে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তসফিস ঘোষণা করা হবে। নতুন নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করবে আহবায়ক কমিটি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে, আগের দিন নির্বাচন কমিশনার অধ্যাপক কাজী মুহাম্মদ রফিক উল্লাহ পদত্যাগ করায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি।

১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ২৩ জন। জেলায় কর্মরত অনেক টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এই ক্লাবের সদস্য হতে না পরায় দীর্ঘদিন থেকে ক্ষোভ জানিয়ে আসছিলেন। এনিয়ে সাংবাদিকদের একাধিক পক্ষ জেলা প্রশাসনের কাজে লিখিত অভিযোগ দেন। এই পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবকে সব সাংবাদিকদের জন্যে উন্মুক্ত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়। জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় থেকে প্রেরিত ওই আদেশের অনুলিপি তথ্য মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.