রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হাকিমপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির উপর চোরাচালানীরা হামলার চেষ্টা করলে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহলদল ওই এলাকার নন্দীপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রামদা, চাইনিজ কুড়াল ও বল্লম দিয়ে বিজিবি সদস্যদের উপর হামলার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে চোরাকারবারীরা চারটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে চারটি পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোটলা থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট ২০ বিজিবির অধিনস্থ হাকিমপুর উপজেলার মংলা বিওপি ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আব্দুল হামিদ জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে হাকিমপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।