রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে ছয়টি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া কাউখালীতে অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন কাউখালীর স্যানিটারি পরিদর্শক ইলিয়াস হোসেন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, কাউখালী থানার উপ-পরিদর্শক মো. ইউসুফসহ স্থানীয় সাংবাদিকরা।
কাউখালী বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা না মানার দায়ে বনফুল রেস্টুরেন্ট, রিপন কসমেটিকস, মায়ের দোয়া বেকারি, আনন্দ বেকারি, বিসমিল্লাহ স্টোর ও অসিম স্টোরকে জরিমানা করা হয়।