আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রলি ও টেম্পোর সংঘর্ষে ট্রলিচালক মারা গেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই একটি ট্রলির সাথে অটোটেম্পোর সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রলিচালক আলমাছ আলী (৩০) মারা যান।
আলমাছ আলী ধনবাড়ী পৌরসভার হবিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনা কবলিত ট্রলি ও অটোটেম্পো জব্দ করেছে পুলিশ। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি দুর্ঘনটাস্থল পরিদর্শন করেছেন।