জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মংলা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোংলার গুনাই ব্রিজ থেকে শুরু করে রামপালের ভাগা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে স্থানীয় সাংসদ তালুকদার আব্দুল খালেক বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ প্রয়োজন। বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে। সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার আর গভীর অভয়ারণ্য থেকে ৬৯ কিলোমিটার দূরে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের চিমনি থাকবে ৯০০ ফুট উপরে, যা সুন্দরবনের গড় উচ্চতার অনেক উপরে। ক্ষতি নয় বরং এ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবনের স্থানীয় জনগোষ্ঠীর বনের উপর নির্ভরশীলতা কমবে।
মানববন্ধনে মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ মংলা-রামপালের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তৃতা রাখেন।