হাকিম বাবুল, শেরপুর: ‘যুক্তির শানিত ধারায় সমাজ-চেতনার বিনির্মাণ’ শ্লোগান নিয়ে শেরপুর সরকারি কলেজে বিতর্ক উৎসব হয়েছে।
বুধবার শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব উৎসবের আয়োজন করে।
এ উপলক্ষে সকালে কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয় শহর প্রদক্ষিণ করে। অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক শিব শংকর কারুয়া, বিতার্কিক এমদাদুল হক রিপন, ডিবেটিং ক্লাবের সভাপতি উম্মে রুমান, সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহাসহ অন্যরা বক্তব্য রাখেন।
দিনব্যাপী বিতর্ক উৎসবে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র অপেক্ষা শিক্ষকরাই অধিক সুবিধা ভোগ করে’ বিষয়ে ছাত্র-শিক্ষক বিতর্ক ও ‘ছেলেরা নয়, মেয়েরাই বেশি প্রেমে পড়ে’ শিরোনামে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়া উৎসবে সেলফি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।