প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় গত দুইদিন ধরে আলামিন হোসেন (১২) ও আব্দুল ওহাব (১৪) নামে দুই ছাত্র নিখোঁজ রয়েছে।
তার সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
আলামিন হোসেন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আব্দুল ওহাব সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ছিদ্দিকের ছেলে।
সাতক্ষীরা সদর থানায় ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, নিখোঁজরা কোথায় আছে বা কোথায় গেছে পুলিশ তা তদন্ত করে দেখছে।