নতুন আবেদন ২০৯, শনিবার কাউখালীতে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৮ জানুয়ারি) মুক্তিযোদ্ধা যাচাই কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখা ২৭৮ জন। নতুন করে আবেদন করেছেন ২০৯ জন।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৮ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে কাউখালী উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করে। ২৬ জানুয়ারি এ কমিটিতে কিছুটা পরিবর্তন আসে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শ্রী সমীর কুমার দাস বাচ্চু মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার এ কমিটির সদস্য সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.