বরগুনায় বিদ্যুৎ লাইন নির্মাণে বিশাল অনিয়ম

খালিদ হাসান, বরগুনা: বরগুনায় বিদ্যুতের খুঁটি বসানোর ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম ঘটছে।

গোড়ায় ১ মিটার (৩৯ ইঞ্চি) পুরু সিমেন্ট-কংক্রিটের ঢালাই দিয়ে খুঁটি বসানোর কথা থাকলেও মাত্র ৯ ইঞ্চি ঢালাই দিয়ে খুঁটি বসানো হচ্ছে। এসব খুঁটি সহজেই হেলে পড়ার আশঙ্কা রয়েছে।

বৈদ্যুতিক খুঁটি গোড়ায় ৩৯ ইঞ্চির বদলে মাত্র ৯ ইঞ্চি সিমেন্ট-কংক্রিট ঢালাই দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে প্রায় অর্ধেক খুঁটি বসে গেলেও বরগুনা বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে কিছুই জানে না।

তবে বরগুনা জেলা প্রশাসক ডা. বশিরুল আলম এ নিয়ে বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছেন। বিদ্যুৎ বিভাগ দ্রুত এ নিয়ে পদক্ষেপ নেবে বলে জানান জেলা প্রশাসক।

সম্প্রতি বরগুনায় ৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বসানোর কাজ শুরু হয়। বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য নাগরিকরা দীর্ঘদিন ধরে এ নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ ৩২ কেভি বিদ্যুৎ লাইন বসানোর উদ্যোগ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.