বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রতিনিধি, বাগেরহাট: র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কম্বল বিতরণের মধ্য দিয়ে রোববার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

বিশ্ব কুষ্ঠ দিবসের অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যাটস এর অধ্যক্ষ ডা. লুৎফুল কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, ক্যাব সভাপতি বাবুল সরদার, ডা. সমীর কান্তি পালসহ অন্যরা।

কুষ্ঠ রোগ এখন আর অভিশাপ নয়, চিকিৎসায় এ রোগ সম্পূর্ণ ভালো হয় উল্লেখ করে আলোচকরা কুষ্ঠ রোগীদের প্রতি সবাইকে আরো সংবেদনশীল হওয়ার ওপর জোর দেন।

সড়ক দুঘর্টনা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সড়ক দুঘর্টনা রোধ করতে বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। রোববার সকাল থেকে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহর ও শহরতলীর ছয়টি স্থানে এই অভিযান চলে। সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করছে।

দুপুরে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪০টি মামলা ও জরিমানা আদায় করা হয়। এছাড়া আদালতের কাজে বাধা দেওয়ায় আজিজুর রহমান (৩২) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজিজুর রহমান কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, সড়ক দুঘর্টনা রোধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.