রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে তার এক প্রতিবেশী। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার বিকেলে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বিমল দাস নামের একজন শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি সেখান থেকে পালিয়ে এসে তার মাকে ঘটনাটি জানায়।
শনিবার রাতে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, ধর্ষককে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
পার্বতীপুরে গুলি-ম্যাগজিনসহ বিদেশি রিভলবার উদ্ধার
পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেনিরহাট-চাকলাবাজার সড়কের ভেড়ভেড়ি ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিনসহ চীনের তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়। এ নিয়ে পার্বতীপুর থানায় মামলা হয়েছে।