রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): নদী থেকে রেণুপোনা ধরার অপরাধে কাউখালীতে আট জেলেকে পাঁচ হাজার টাকা জরিামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।
অভিযুক্ত জেলেরা হলেন সোহেল শেখ, হেলাল, গিয়াস, সিরাজ, রিয়াজ, শহিদুল, মজিবুর ও হাচান শেখ। তাদের বাড়ি পিরোজপুরের কুমিরমারা এলাকায়।
স্বরুপকাঠীর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় কাউখালীর আমরাজুড়ি এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ১০ হাজার চিংড়ি ও বাটা মাছের রেণুপোনা জব্দ করা হয়। ট্রলার থেকে ৫ হাজার মিটার সুক্ষ্ম ফাঁসের চড়গড়া ও মশারি জাল জব্দ করে পুলিশ। এসব জালের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ সময় ট্রলারের আট জেলেকে আটক করা হয়।
পরে লঞ্চঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। আটক রেণুপোনা সন্ধ্যা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৫(১) ধারায় আটক জেলেদের পাঁচ হাজার টাকা জরিমানা করেন।