আব্দুল্লাহ আবু এহসান , মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ীর বীরতারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সর্বধর্ম সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার অনুষ্ঠিত ব্যতিক্রমী এই সমাবেশে সভাপতিত্ব করেন বীরতারারার চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ এতে প্রধান অতিথি ছিলেন ।
সমাবেশে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বিভিন্ন ধর্মের দর্শনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, মাওলানা সৈয়দ আলী মিঞা, ব্রাদার গিওম, করুনানন্দ-থেরো, শুসুভাষ চন্দ্র সাহা, অধ্যক্ষ কেশব চন্দ্র দাস, প্রফুল্ল চন্দ্র বসাক, মাওলানা আফজাল হোসাইনসহ অন্যরা।
সমাবেশে আলোচকরা মানবপ্রেমের প্রসার, জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রাদায়িকতা, বিভেদ, হানাহানি নির্মূল করে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।