জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও ওষুধ রাখার অপরাধে যমুনা এলপিজি এবং একটি ফার্মেসিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে মোংলা স্থায়ী বন্দর শিল্প এলাকার যুমনা এলপিজিকে আড়াই লাখ টাকা এবং শহরের শেখ আব্দুল হাই সড়কের আল হেলাল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন ও শিফাত উদ্দিন জানান, আল হেলাল ফার্মেসির কয়েকটি কার্টুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এরকম ওষুধ রাখার দায়ে ওই দোকানিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার ও অসতর্ক অবস্থায় কাজ করার দায়ে যমুনা এলপিজি কারখানাকে নগদ আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৫৩ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন। এ সময় বেশ কয়েকটি সিলিন্ডার ও কয়েক কার্টুন ওষুধ জব্দ করা হয়।
এর আগে গত ২৪ জানুয়ারি হোলসিম সিমেন্ট ফ্যাক্টরিকে সিমেন্ট তৈরির কাঁচামালের বর্জ্য নদীতে ফেলে পরিবেশ দূষণ করায় ৫০ হাজার টাকা, বরিশাল বেকারিকে খাদ্যে ভেজাল দেওয়ায় ৫০ হাজার টাকা ও সাগরিকা হোটেলকে নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।