প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক দিনকালের মো. মাহবুবুল আলম মিন্টু সভাপতি ও আমাদের সময় এর নুরুল আমিন দুলাল ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে ১১ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ কমিটি ২০১৭ সালের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে ক্লাবের ২১ সদস্যের মধ্যে ২০ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন।
নতুন কার্যকরী কমিটিতে মিজানুর রহমান মোল্লা (জনতা) ও এম এ করিম সাজু (ভোরের ডাক) সহ-সভাপতি, শাহজাহান মাসুদ (আজকালের খবর) যুগ্ম-সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম (সংগ্রাম) অর্থবিষয়ক সম্পাদক এবং কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ), মো. মোস্তফা কামাল (খবরপত্র), মো. কামাল উদ্দিন (নয়া দিগন্ত) ও মিজানুর রহমান মঞ্জু (খবর) সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোরের কাগজের শংকর মজুমদার প্রধান নির্বাচন কমিশনার এবং কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ) ও তাবারক হোসেন আজাদ (যুগান্তর) কমিশনারের দায়িত্ব পালন করেন।