প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে দুর্নীতি প্রতিরোধ নিয়ৈ মতবিনিময় সভা করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সাইদুর রহমান, সহ-সভাপতি খান আলমগীর, সদস্য লিয়াকত আলী মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি খালিদ আবু, সিনিয়র সাংবাদিক জিয়াউল হাসান, জহিরুল হক টিটু, শিরিনা আফরোজ, মিজানুর রহমান, হাসিবুল ইসলাম হাসানসহ অন্যরা দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবা নিয়ে গণশুনানি আয়োজন, পিরোজপুর জেলা শহরের দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, দুর্নীতি বিষয়ক সংবাদ প্রকাশে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম।