রবিউল হাসান রবিন: মহান ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে পিরোজপুরের কাউখালীতে আব্দুস ছোবাহান স্মৃতি পাঠাগারের উদ্যোগে মাসজুড়ে ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।
পাঠাগারের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু ৫০০ বই নিয়ে মেলার সূচনা করেছেন। বুধবার সকালে পাঠাগার চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব কামরুল হাসান পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুর, শাহ এমরান ফারুকসহ অন্যরা।
ভ্রাম্যমাণ বইমেলায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, আবদুল মতিনের সচিত্র প্রতিবেদন, হুমায়ূন আহমেদের হিমু ইত্যাদিসহ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বিভিন্ন প্রকাশনা পাওয়া যাচ্ছে।
মেলার উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, প্রতিদিন সকালে বইমেলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। আর একুশে ফেব্রুয়ারি উপজেলার শহিদ মিনারের পাদদেশে এ ভ্রাম্যমাণ বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।