প্রতিনিধি, নোয়াখালী: ‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরের ধ্বনি-প্রতিধ্বনি’ স্লোগান নিয়ে বুধবার নোয়াখালীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে।
নোয়াখালী আবৃত্তি একাডেমি আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু নাছের মঞ্জু।
আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছ ইবনে আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব।
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একশ প্রশিক্ষাণার্থী অংশ নিচ্ছে। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালা চলবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন আবৃত্তিশিল্পী কাজী মাহাতাব সুমন, রাশেদ হাসান, ফয়জুল আলম পাপ্পু ও মজুমদার বিপ্লব।