এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার ২ কেজি গাঁজাসহ শাহিন খান ও রিপন চৌকিদার নামের দুজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদ পেয়ে এএসআই খায়রুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।
শাহিন খান পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। তার বাড়ি যশোর কোতয়ালী থানার কচুয়ায়। রিপন চৌকিদার মোরেলগঞ্জ শহরের বাসিন্দা।
পুলিশ জানায়, শাহিন খান সকালে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে ঢাকা-মোরেলগঞ্জ রুটের একটি বাসে বারইখালী ব্রিজের পাশে একটি দোকানের সামনে নামে। এখান থেকে সে রিপন চৌকিদারের ভাড়ার মোটরসাইকেলে শরণখোলার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে পুলিশ তাদের আটক করে।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, এ নিয়ে মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বড় চালান ধরার সাফল্যে তারা এএসআই খায়রুল ইসলামকে পুরস্কৃত করেছেন।