প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসেসিয়েশনের নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে রেলওয়ে সুপার মার্কেটে এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন অধ্যাপক সেদ্দাত হোসেন মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু।
সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক জি এম শরিফুল ইসলাম, পরিচালক রেজাউল করিম লিটন, অধ্যক্ষ বাবুল আক্তার, পরিচালক সেলিম রেজা হাবিব, আমেনা আক্তার, শামীমা আক্তার সীমা, ইয়াসমিন আক্তার ইমা, আফসার আলী, আব্দুস সাত্তার ,রেজাউর রহমানসহ অন্যরা।